ডিজেল ইন্জিনের ফুয়েল সিস্টেমের যন্ত্রাংশ:
১. ফুয়েল ট্যাঙ্ক
২. ফিল্টার
৩. হাই প্রেসার পাম্প বা ইউনিট
৪. হাই প্রেসার লাইন
৫. ইনজেক্টর
৬. সলিন্ডিার
চিত্র:
প্রথমে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল ফিল্টারে যায়। সেখানে ফুয়েল পরিষ্কার হয়ে হাই প্রেসার পাম্প টেনে নিয়ে হাই প্রেসার লাইনে পাঠায়। হাই প্রেসার লাইনের সাথে থাকে ইনজেক্টর। ইনজেক্টর উচ্চ চাপে ডিজেল সিরিন্ডারে স্প্রে করে। ফলে সিলিন্ডারে দহন কার্য সর্ম্পূণ হয়।